শিক্ষা

  • মুদ্রণ

শিক্ষার হার:

কমলগঞ্জ উপজেলায় ৭ বৎসর ও উপরের বয়সীদের মধ্যে ৪০.৭% এর অক্ষর জ্ঞান রয়েছে তার মধ্যে ৪৫.৩% পুরুষ ও ৩৫.৯% নারী। ৫ থেকে ২৪ বৎসর বয়সী ৩৫৭১০ জনের স্কুলে উপস্থিতি রয়েছে তাদের মধ্যে ১৮৮৮১ জন পুরুষ ও ১৬৮২৯ জন নারী। কলেজ ৩ টি, মাধ্যমিক বিদ্যালয় ২০ টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৭ টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৮ টি, স্যটেলাইট স্কুল ৬ টি, মাদ্রাসা ১৪ টি।

শিক্ষা প্রতিষ্ঠান ও ই.আই.আই. নাম্বার:  

সংস্কৃত টোল:

  1. ঘোড়ামারা মনোরমা টোল  ১২৯৫৯২

কলেজ:

  1. কমলগঞ্জ গন মহাবিদ্যালয় ১২৯৬১৫
  2. আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ ১২৯৬১৪
  3. সুজা মেমরিয়েল কলেজ ১২৯৬১৬

উচ্চ বিদ্যালয়:

  1. কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠিত ১৮৯৫ খ্রী:, ১২৯৫৮৯
  2. শমসেরনগর এ. এ. টি. এম. উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠিত ১৯২৯ খ্রী:, ১২৯৫৯০
  3. এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠিত ১৯৩৩ খ্রী:, ১২৯৫৯১
  4. কমলগঞ্জ উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠিত ১৯৩৪ খ্রী:, ১২৯৫৮৭ (সম্প্রতি কমলগঞ্জ হাইস্কুলকে কমলগঞ্জ মডেল হাইস্কুল এন্ড কলেজ করা হয়েছে। এবং এবার থেকে ইন্টারমিডিয়েট ক্লাসে ভর্তি ও ক্লাস শুরু  হবে )
  5. দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়, ১২৯৫৯৮
  6. পদ্মাসেন মেমরিয়েল উচ্চ বিদ্যালয়, ১২৯৬০০
  7. কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ১২৯৫৮৮
  8. তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ১২৯৫৮৪
  9. মাধবপুর উচ্চ বিদ্যালয়, ১২৯৫৯৩
  10. হাজী মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, ১৩১১৬৮
  11. কামুদ পুর উচ্চ বিদ্যালয়, ১২৯৬০৭
  12. আব্দুল মসব্বির আকাদেমি ১২৯৬০৬
  13. আবুল ফজাল চৌধুরী উচ্চ বিদ্যালয়, ১২৯৬০১
  14. আহমেদ ইকবাল মেমরিয়েল উচ্চ বিদ্যালয়, ১২৯৬০৫
  15. ভান্দারিগাঁও উচ্চ বিদ্যালয়, ১২৯৫৯৬
  16. চিতলিয়া জনকল্ল্যান  উচ্চ বিদ্যালয়, ১২৯৫৯৫
  17. হাজী মো: উস্তার বালিকা উচ্চ বিদ্যালয়, ১২৯৫৮৫
  18. কালেঙ্গা উচ্চ বিদ্যালয়, ১২৯৬০২
  19. পতন উষার উচ্চ বিদ্যালয়, ১২৯৫৯৪
  20. শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, ১২৯৫৯৭

জুনিয়র উচ্চ বিদ্যালয়:

  1. অভয় চরণ জুনিয়র উচ্চ বিদ্যালয় ১২৯৫৮৬
  2. দালুয়া ছাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয় ১২৯৬০৮
  3. ইউনিয়ন আদর্শ জুনিয়র উচ্চ বিদ্যালয় ১২৯৬০৩

মাদ্রাসা:

  1. আহম্মদ নগর দাখিল মাদ্রাসা, ১২৯৬১৩
  2. ইসালামপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ১২৯৬১১
  3. নাজীর হাসান ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ১২৯৬১০
  4. উসমান আলী ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ১২৯৬১২
  5. সাফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা ১২৯৬০৯

তথ্য সুত্র:

  1. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, http://www.dshe.gov.bd/
  2. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো: http://www.bbs.gov.bd

Suman আমি সুমন @ http://www.facebook.com/suman.net

Share