কমলগঞ্জে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

  • মুদ্রণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলার বাঘাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার সিনহা (৪০) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি অটোরিকশাচালক সালাম মিয়া ও সহকারী ফেলাই মিয়াকে আটক করেছে। মঙ্গলবার রাতে নিহতের নিজ বাড়ির পাশে নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম কালারাই বিল গ্রামের লক্ষ্মীকান্ত সিনহার ছেলে এবং সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বোনের মেয়ের জামাই।

জানা গেছে, মঙ্গলবার রাতে তিলকপুর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্ত্রী, ছেলেমেয়ে, শ্যালিকা ও শাশুড়িকে নিয়ে বাড়ি ফিরছিলেন রবীন্দ্র। রাত সাড়ে ১১টায় বাড়ির অদূরে নোয়াগাঁও এলাকায় একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা রবীন্দ্র এবং তার স্ত্রী ও শাশুড়ির কাছ থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। দুর্বৃত্তরা টাকা লুণ্ঠনের পর রবীন্দ্র কুমারের বুকের ডান দিকে গুলি করে। গুলির শব্দ এবং স্ত্রী ও শাশুড়ির চিৎকার শুনে ঘটনাস্থলে লোকজন ছুটে আসে। ঘটনার পর দ্রুত স্কুলশিক্ষককে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে নিহত স্কুলশিক্ষকের লাশ নিয়ে উপজেলার চৌমুহনায় মণিপুরী ও শিক্ষক সমাজ প্রতিবাদ সভা করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত ১২টা থেকে কমলগঞ্জের মণিপুরী পল্লীর সব পূজাম পের অনুষ্ঠান স্থগিত করা হয়।
কমলগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, এ ঘটনার তদন্ত চলছে। র‌্যাব-৯ শ্রীমঙ্গলের ক্যাম্প কমান্ডার এএসপি মঞ্জুর আহমেদ সিদ্দিকী বলেন, এটি একটি হত্যাকাণ্ড। তবে হত্যাকাণ্ডের মোটিভ ও কী কারণে হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম বলেন, আটক অটোরিকশাচালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি দ্রুততম সময়ে হত্যাকারীদের খুঁজে বের করা হবে।
এদিকে স্কুলশিক্ষক রবীন্দ্র কুমার নিহতের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন মণিপুরী সমাজকল্যাণ পরিষদের সভাপতি সুজিত কুমার সিংহ, সাধারণ সম্পাদক শ্যাম সিংহ, আদিবাসী মণিপুরী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক মধুসূদন পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিহারেন্দু ভট্টাচার্য, সিপিবি নেতা আহমদ সিরাজ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক ফয়সাল আল কয়েস চৌধুরী।

সৌজন্যে: দৈনিক সমকাল

Share