Print this page
বুধবার, 25 জুলাই 2012 01:39

কমলগঞ্জে বেত্রাঘাতে ছাত্র অসুস্থ পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষক প্রত্যাহার

Rate this item
(0 votes)

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
অনুমতি না নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হওয়া ও তর্কবিতর্ক করার অপরাধে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে কক্ষ পর্যবেক্ষক শিক্ষকের বেত্রাঘাতে দশম শ্রেণীর এক ছাত্র গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে প্রত্যাহার করেছেন।

শনিবার প্রাক্নির্বাচনীর গণিত পরীক্ষা চলাকালে সকাল ১১টায় এ ঘটনা ঘটে। অসুস্থ দশম শ্রেণীর ছাত্র মাহফুজ আহমদ তরফদারের বাবা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মারুফ আহমদ তরফদার বলেন, পরীক্ষার প্রশ্নপত্র বুঝতে না পেরে তার ছেলে পর্যবেক্ষক শিক্ষককে বলেই শ্রেণী কক্ষ থেকে বের হয়ে গণিতের শিক্ষকের কাছে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার পর পর্যবেক্ষক অতিথি শিক্ষক প্রণব কান্তি পাল ছাত্র মাহফুজকে অনুমতি নিয়ে যায়নি বলে গালাগাল করে হাতের স্কেল দিয়ে আঘাত করেন। কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনার জন্য অভিযুক্ত অতিথি শিক্ষক প্রণব কান্তি পালকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। অভিযুক্ত শিক্ষক প্রণব কান্তি পাল জানান, ছাত্রটি কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কোনো অনুমতি না নিয়ে বাইরে যায়। কিছুক্ষণ পর সে আবার ফিরে অনুমতি না নিয়েই কক্ষে প্রবেশ করে। এ জন্য তাকে শাসন করার চেষ্টা করলে উল্টো সে শিক্ষকের সঙ্গে তর্কবিতর্ক শুরু করে। পরে তিনি হাতের স্কেল দিয়ে একবার আঘাত করলে সে আঘাত কানে লেগে যায়। এ জন্য তিনি নিজেই অনুশোচনা করছেন।
সৌজন্যে: দৈনিক সমকাল, রোববার | ২২ জুলাই ২০১২ | ৭ শ্রাবণ ১৪১৯ | ২ রমজান ১৪৩৩

Read 113017 times