ইতিহাস

নামকরন:

মৌলবীবাজার জেলার ২য় ক্ষুদ্রতম উপজেলা। কমলগঞ্জ থানা ১৯২২ সালে গঠিত হয় এবং উপজেলার মর্যাদা পায় ১৯৮৩ সালে। কমলগঞ্জ পৌরসভা গঠিত হয় ২০০০ সালে। কমলগঞ্জ নামকরনের পেছনে তেমন সঠিক কোন তথ্য না থাকলেও সর্বাধিক গ্রহন যোগ্য যে মতটি প্রচলিত সেটি হচ্ছে, তৎকালিন সময়ে কমল নারায়ন নামে জমিদারের একজন নায়েব ছিলেন। তিনি অত্র এলাকায় নানান সমাজসেবা মূলক ক্রার্যক্রম শুরু করেন ও এলাকায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন, এবং নায়েবের নামেই অত্র অঞ্চলের নামকরণ করা হয় কমল। ‘কমল’ নামের সাথে ‘গঞ্জ’ যুক্ত করে পরবর্তীতে “কমলগঞ্জ” নামে সুপ্রসিদ্ধ হয়ে উঠে।

ঐতিহাসিক ঘটনাবলি: 

কমলগঞ্জের ভানুবিল এলাকায় বাংলা ১৩০৭ সালে পঞ্চানন সিংহ, কাসেম আলী, বৈকুণ্ঠ শর্ম্মা এবং থেম্বা সিংহ এর নেতৃত্তে মণিপুরী কৃষক বিদ্রোহ শুরু হয়।

মোগল ও আফগানদের মধ্যে কমলগঞ্জের পতনঊষা এলাকায় এক লড়াইয়ে আফগান সেনানায়ক খাজা ওসমান নিহত হন। তাই এই এলাকা খাজা ওসমানগড় হিসাবে খ্যাত।

১৯৬৮-৬৯ এ সংগঠিত হাওর করাইয়ার কৃষক আন্দোলন সমগ্র দেশে আলোড়ন সৃষ্টি করে।

মহান স্বাধীনতা আন্দোলন এই উপজেলার শমসেরনগর এলাকায় রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়। ১৯৭১ সালের ২৯ মার্চ ইপিআর জওয়ান ও মুক্তিযোদ্ধাদের সম্মিলিত প্রতিরোধে অনেক পাকসেনা নিহত হয়। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান কমলগঞ্জের সীমান্ত এলাকার আমবাসা গ্রামে শহীদ হন।

মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন:

 

 

শমসেরনগর বিমান ঘাঁটির বধ্যভূমি, দেওড়াছড়া চা বাগান ২৫ নং সেকশন গণকবর, বীরশেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সরণী (আমবাসা)।

 

 

 

 

 

তথ্য সূত্র:

১. বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া: http://bpy.wikipedia.org/wiki/কমলগঞ্জ উপজিলা
২. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো: http://www.bbs.gov.bd
২. বাংলাপিডিয়া : http://www.banglapedia.org/httpdocs/HTB/100792.htm

Share