কমলগঞ্জে কুমড়াকাপন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল সরঞ্জাম প্রদান

বিশ্বজিৎ রায়
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রমের জন্য ৩ জন সমাজসেবী সরঞ্জাম প্রদান করেন। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর দেড়টায় বিদ্যালয় হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফরিদ মিয়া।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা অঞ্জনা রানী সিন্হার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভূঁইয়া, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাব্বির এলাহী, সৃষ্টি সাংস্কৃতিক সংঘের সভাপতি এমরান আহমদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি হাজী কামাল উদ্দিন, প্রধান শিক্ষিকা সালেহা মাহমুদ।

অনুষ্ঠানে সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মোঃ সানোয়ার হোসেনের আহবানে সাড়া দিয়ে কুমড়াকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসুচী বাস্তবায়নের জন্য সৃষ্টি সাংস্কৃতিক সংঘের সভাপতি এমরান আহমদ ১০০ খাবার প্লেট, বিশিষ্ট ব্যবসায়ী সুরঞ্জিত পাল বিষ্ণু ১০০ চামচ ও লেখক শাব্বির এলাহী স্কুলের শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের বই প্রদান করেন।

সৌজন্যে: www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/প্রতিনিধি/জাআ/জের/০২.০৫.২০১২/এসএকে

Share

মন্তব্য


নিরাপত্তা কোড
রিফ্রেশ