হাতের ঘষায়ই মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের দেয়াল খসে পড়ছে

মৌলভীবাজার প্রতিনিধি- জেলার কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণ কাজের গুণগত মান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। হাতের ঢলায় খসে পড়ছে ভবনটির দেয়ালের বিভিন্ন অংশের আস্থর। ভবনটির বিভিন্ন অংশের আস্থর খসে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থা না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, গত বছরের ১৮ মে কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিভাগ প্রায় এক কোটি টাকা ব্যায়ে ত্রিতল ভবনের কাজ করেন সরকার দলীয় প্রভাবশালী ঠিকাদার মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান। ভবনটির কাজ শুরুর পর থেকেই কাজের গুণগত মান নিয়ে অভিযোগ উঠলেও এ কাজ নিয়ে রহস্যজনক কারণে নীরব থাকেন সংশ্লি¬ষ্টরা। চোঁখের সামনে নিম্নমানের কাজ হওয়ার পরও কাজের গুণগত মান নিয়েও কোন প্রশ্ন তুলেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু কাজ সম্পন্ন হওয়ার পর রঙয়ের কাজ শেষ করার পর থেকেই ভবনের চাদে,বিভিন্ন কলাম ও কার্নিসে,ছোট ছোট ফাটল ও আস্থর খসে পড়তে শুরু করে। আগামীকাল বৃহস্পতিবার নব নির্মিত ”বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ” ভবনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের চীফ হুইপ। অথচ ভবনটির বিভিন্ন জানালার পাশে দেখা দিয়েছে ফাটল। ফাটলের অংশ গুলো খসে পড়ছে। ভবনের বিভিন্ন কলাম ও কার্নিসে হাত দিয়ে ঢলা দিলেই আস্থর খসে পড়তে দেখা যায়।
স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে ঠিকাদার মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান ভবনটিতে নিম্ন মানের কাজ হওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ভবনের পাশে বিদ্যালয়টির মাঠে ফুটবল খেলার সময় বল পড়ে জানালার পাশে দু’এক স্থানে আস্থর খসে পড়তে পাড়ে। ভবনের চাদে ফাটল দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। চাদে ফাটল দেখা দিলে ভবনের মূল ঢালাইয়ের ওপড়ের অংশে দেখা দিতে পারে। এ ফাটলে ভবনের কোন সমস্যা হবে না। প্রভাবশালী সরকার দলীয়ও ওই নেতার বক্তব্য শোনে প্রশ্ন দেখা দিয়েছে ফুটবল পড়ে ভবনের এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে মৃদু ভুমিকম্প হলে ভবনটির অবস্থা কি হবে ?
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র দেব আগামীকাল বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবনের উদ্বোধনের কথা জানালেও ভবনের নির্মাণ কাজ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক রফিকুর রহমান বলেন,কাজের গুণগত মান কেমন হয়েছে তা সংশি¬ষ্ট প্রকৌশলীরাই ভাল বলতে পারবেন। এ ব্যাপারে আমার বলার কিছু নেই।
কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠা প্রসঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, কাজ সঠিক নিয়মেই হয়েছে। কৈই এ ধরনের কোন অভিযোগ আমার নজরে আসেনিত। তবুও ভবনটির কাজের ব্যাপারে কোন কিছু জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলীর সাথে কথা বলার অনুরোধ করেন তিনি।
উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন,ভবনটির কাজ খারাপ হওয়ার কথা নয়। যথা নিয়মে সঠিক ভাবেই কাজ হয়েছে। প্লাস্টারে কোন সমস্যা হলেও কাজের গুণগত মান ভাল। এর বাইরে কোন মন্তব্য করতে তিনি রাজি হননি।

সৌজন্যে: http://www.banglabarta24.net/Tamplate/news.php?news=9gZjAUuL1QXd&&ac=district

Share

মন্তব্য


নিরাপত্তা কোড
রিফ্রেশ