কমলগঞ্জের ওসিকে সন্ধ্যায় প্রত্যাহার রাতে আদেশ স্থগিত

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে সংখ্যালঘু এক স্কুলশিক্ষককে ছিনতাইয়ের পর হত্যার ঘটনায় গত বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু পরে আবার সে আদেশ স্থগিত করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ১১টায় পূজামণ্ডপ থেকে স্কুলশিক্ষক ও মণিপুরী সম্প্রদায়ের নেতা রবীন্দ্র কুমার সিংহ স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে নোয়াগাঁওয়ে ছিনতাইকারীর কবলে পড়েন। তাঁদের সঙ্গে থাকা অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে রবীন্দ্র কুমারকে গুলি করে হত্যা করে ছিনতাইকারীরা।
এরপর বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি (সার্কেল) মোহাম্মদ রহমত উল্যা জানান, কমলগঞ্জ থানার ওসি মো. আবুল কালামকে প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ এসেছে। তাঁর স্থালাভিষিক্ত করা হয়েছে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) নিহারঞ্জন নাথকে। গত কয়েক মাসে কমলগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ শিক্ষক রবীন্দ্র কুমারকে হত্যার ঘটনায় ওসি আবুল কালামকে প্রত্যাহার করা হয়।
তবে রাত ১২টায় মুঠোফোনে এএসপি রহমত উল্যা আবার জানান, ওসি প্রত্যাহারের আদেশটি স্থগিত করা হয়েছে। ছিনতাই ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। গতকাল দুপুরে নিহত শিক্ষকের শ্যালক উজ্জ্বল কুমার সিংহ থানায় একটি হত্যা মামলা করেন। তবে হত্যাকাণ্ডের দুদিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় মণিপুরী সমাজের নেতা মুক্তিযোদ্ধা আনন্দ সিংহ ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ অযথা সময়ক্ষেপণ করেছে।

সৌজন্যে: প্রথমআলো

Share

মন্তব্য


নিরাপত্তা কোড
রিফ্রেশ