মণিপুরী থিয়েটারের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাতিল

প্রতীকী প্রতিবাদ দিবস
............................................................................

মণিপুরী থিয়েটারের ১৬ বছর পূর্তি উপলক্ষে (অনিবার্য কারণে এক মাস বিলম্বে) আজ ২৬ অক্টোবর শুক্রবার ঘোড়ামারায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু গত ২৩ অক্টোবর পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে ঘাতকদের হাতে নৃশংসভাবে নিহত মণিপুরী সমাজকর্মী, সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক রবীন্দ্র কুমার সিংহের হত্যার প্রতিবাদে মণিপুরী থিয়েটার

 

নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে ঘোড়ামারা উন্মুক্ত প্রাঙ্গনে মশাল-আলোয় প্রতীকী প্রতিবাদ কর্মসূচী পালন করবে। আজ সন্ধ্যা ৬টায় দলের নাট্যকর্মীরা রবীন্দ্রহত্যা সহ গত ১৬ মাসে কমলগঞ্জে সংঘটিত ১৬টি হত্যাকাণ্ডের বিচার এবং সব ধরণের গত্যা ও গণহত্যার সুষ্ঠু বিচার এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ও শান্তি-সম্প্রীতির এলাকা হিসেবে পরিচিত কমলগঞ্জের ঐতিহ্যকে ধ্বংস করার, ক্রমশঃ ত্রাস-আতংকের এলাকায় পরিণত করার দুর্বৃত্তায়ন ঠেকাতে ব্যর্থ প্রশাসনের জবাবদিহির দাবি জানাবে। এতে অন্যান্য সংগঠনের তরুণ প্রতিনিধিরাও অংশ নেবে।
বিবৃতির পাশাপাশি গান ও কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করবে মণিপুরী থিয়েটার।

Share

মন্তব্য


নিরাপত্তা কোড
রিফ্রেশ