কমলগঞ্জে চাম্পারায় চা বাগানে শ্রমিক কর্মবিরতি প্রত্যাহার

বিশ্বজিৎ রায়
মৌলভীবাজার প্রতিনিধি

চিকিৎসার অবহেলায় বাগান কর্মচারীর মৃত্যূর অভিযোগে ২ মেডিক্যাল এ্যাসিষ্ট্যান্ট বদলী

চিকিৎসা অবহেলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি)-র মালিকানাধীন চাম্পারায় চা বাগানের আন্দোলনকারী সহস্রাধিক শ্রমিক দেড়দিন পর কর্তৃপক্ষের সাথে সমঝোতা বৈঠকের পর শনিবার দুপুরে কাজে যোগ দিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১টায় চাম্পারায় চা বাগানে ন্যাশনাল টি কোম্পানীর জেনারেল ম্যানেজার সিরাজ উদ্দিন আহমদ এর নেতৃত্বে এক আন্দোলনকারী চা বাগান শ্রমিক, কর্মচারী ও বাগান কর্তৃপক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চাম্পরায় চা বাগান হাসপাতালের ২ জন মেডিক্যাল এ্যাসিষ্ট্যান্টকে বাগান থেকে তাৎক্ষনিকভাবে অন্যত্র বদলী করা হয় এবং চা শ্রমিকদের অন্যান্য দাবীগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করে শ্রমিকরা।

সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম মো: আব্দুল আউয়াল, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো: সুলেমান মিয়া, চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক আইয়ূব খান, কুরমা চা বাগান ব্যবস্থাপক রফিকুল ইলাম, মাধবপুর চা বাগান ব্যবস্থাপক শফিকুর রহমান মুন্না, পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক সেলিম মুর্শেদ, মদনমোহনপুর চা বাগান ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার রায়, বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এ্যাসোসিয়েশন এর ধলই সার্কেল সভাপতি শফিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য রাজেশ নুনিয়া ও চাম্পারায় চা বাগান পঞ্চায়েত সভাপতি রামানন্দ বুনাজি প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ মে বৃহস্পতিবার দুপুরে চাম্পরায় চা বাগানে কর্মস্থলে অসুস্থ্য হয়ে এ চা বাগান কারখানার কর্মচারী সুদাম নায়েক চা বাগানে সঠিকভাবে চিকিৎসা না পেয়ে একটি সিএনজি অটোরিক্সা যোগে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার সময় পথিমধ্যে মারা গেলে গত ১৮ মে শুক্রবার থেকে চাম্পারায় চা বাগানের সহ¯্রাধিক শ্রমিক প্রতিবাদে কর্মবিরতি পালন করে।

আন্দোলনকারী চা শ্রমিকরা জানান, এনটিসির চা বাগানগুলোতে চিকিৎসা, বাসস্থান, পানীয় জল ও শিক্ষাসহ নানা অব্যবস্থার কারণে দীর্ঘদিনের সমস্যা ও গত বৃহস্পতিবারের ঘটনায় বাধ্য হয়ে চাম্পারায় চা বাগান শ্রমিকরা আন্দোলনের পথ বেছে নিয়েছিল।

সৌজন্যে: www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/প্রতিনিধি/জাআ/জের/২১.০৫.২০১২/এসএকে

Share

মন্তব্য


নিরাপত্তা কোড
রিফ্রেশ