১৭০তম শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরন উৎসব সমাপ্ত

সাজিদুর রহমান সাজু,কমলগঞ্জ (মৌলভীবাজার),(সিএইচটিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সৌজন্যে):-


গত ২৮নভেম্বর ২০১২ রাস পূর্ণিমা তিথিতে প্রতি বৎসরের ন্যায় এবারো কমলগঞ্জ উজেলার মাধবপুর জোড়ামণ্ডপে মণিপুরীদের ঐতিহ্যবাহী ১৭০তম শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরন উৎসব  সমাপ্ত হল। বিপুল উৎসাহ উদ্দীপনা, মৃদঙ্গ আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে গত বুধবার সকাল থেকে বৃহষ্পতিবার সূর্য্যোদয় পর্যন্ত কমলগঞ্জ উপজেলার মাধবপুরে মণিপুরী সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত হয়।  এ রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে উঠে কমলগঞ্জের মণিপুরী অঞ্চল সমুহ।

 

 

রাখাল নাচের একটি দৃশ্য: সৌজন্যে: অসীম সিংহ

রাখাল নাচের একটি দৃশ্য: সৌজন্যে: অসীম সিংহ

জন সমাগম: সৌজন্যে: অসীম সিংহ

জন সমাগম: সৌজন্যে: অসীম সিংহ

কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গনে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মনিপুরীদের ১৭০তম শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরন উৎসব উপলক্ষে  গোধূলীলগ্ন পর্যন্ত রাখাল নৃত্য (গোষ্ঠলীলা), গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডঃ চাঁদমুরারী সিংহ স্বপনের সভাপতিত্বে ও মণিপুরী ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ, কে. এস মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, ভারতের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি হেমকান্ত সিংহ, শ্রীমতি কুমকুম সিংহ, প্রভাস চন্দ্র সিংহ, প্রখ্যাত লেখিকা রসবতী সিন্হা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, মণিপুরী সমাজকল্যাণ পরিষদের সভাপতি সুজিত কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যাম কান্ত সিংহ, নৃপেন্দ্র কুমার সিংহ প্রমুখ। সুনামগঞ্জ জেলার ছাতকের দুই মুক্তিযোদ্ধা মণি সিংহ, নিরাই সিংহ ও বিশিষ্ট কবি ও নাট্যকার শুভাসীষ সিংহ সমীরকে সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়। বৃহষ্পতিবার ভোর পর্যন্ত চলে শ্রীশ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ। সপ্রীম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এস, কে, সিনহা, এটর্নী জেনারেল ব্যারিষ্টার মাহবুবে আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর রাত পর্যন্ত রাসোৎসব উপভোগ করেন।

 

Share

মন্তব্য


নিরাপত্তা কোড
রিফ্রেশ