শনিবার, 07 জুলাই 2012 04:08

কমলগঞ্জ পৌর বিএনপির বর্ধিত সভায় আহাদ মিয়া-কে প্রার্থী করার দাবি তৃণমূল নেতাকর্মীর

Rate this item
(0 votes)

শনিবার, ২৩ জুন, ২০১২ Time-১০:৩৬ am, বাংলা- ৯ আষাঢ় ১৪১৯ সাল ।
সনেট দেব চৌধুরী (শ্রীমঙ্গল,মৌলভীবাজার) সময় নিউজ ২৪ ডট কম :

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর বিএনপির বর্ধিত সভা গতকাল ২২ জুন শুক্রবার রাত্র সাড়ে ৮টায় উপজেলা বিএনপির একাংশের সভাপতি সৈয়দ সালেহ আহমদের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য মো: আহাদ মিয়া-কে বিএনপির প্রার্থী করার দাবী জানান। কমলগঞ্জ পৌর

বিএনপির সভাপতি সৈয়দ খালেদ মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল হাসান বখতের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য মো: আহাদ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এম, এ, মুকিত, কমলগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সভাপতি সৈয়দ সালেহ আহমদ, সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, বিএনপি নেতা আলম পারভেজ চৌধুরী সোহেল, অপরাংশের সাধারণ সম্পাদক কমলগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমসেদ, সাবেক মেয়র হাছিন আফরোজ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরফরাজ আলী বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের প্রচার সম্পাদক এম,এ, মুহিত, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা সাফু, কমলগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা গোলাম রব্বানী তৈমুর, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হক তরফদার, পৌর ছাত্রদলের সভাপতি সৈয়দ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবীন, কমলগঞ্জ উপজেলা জাসাস সভাপতি সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি প্রমুখ। সভা সূত্রে জানা যায়, বিগত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিগত সাড়ে ৩ বছরে আওয়ামীলীগ সরকারের আমলে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না। কিছু কিছু জায়গায় তার হাজী মুজিব ফাউণ্ডেশনের লোক দিয়ে বিএনপির পকেট কমিটি বানিয়েছেন। সারাদেশে আওয়ামী রাজনীতির ধ্বস নেমে বিএনপি শক্তিশালী হলেও কমলগঞ্জ-শ্রীমঙ্গলে দুর্বল রয়েছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। রাজপথে হাজী মুজিবকে দেখা যায়নি বলে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। দলের বৃহত্তর স্বার্থে বিএনপিকে শক্তিশালী করতে এই মুহুর্তে সাবেক সংসদ সদস্য মো: আহাদ মিয়ার বিকল্প প্রার্থী নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য মো: আহাদ মিয়া-কে বিএনপির প্রার্থী করার দাবী জানান। কমলগঞ্জ পৌর বিএনপির বর্ধিত সভায় কমলগঞ্জ উপজেলা বিএনপির একাংশের (হাজী মুজিব গ্রুপ) সভাপতি, উপজেলা চেয়ারম্যান হাজী মুজিবের ছোট ভাই শামীম আহম্মদ চৌধুরী ছাড়া কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিবদমান দু’গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির হাজী মুজিব গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় এই সিদ্ধান্তের সাথে একাত্বতা পোষন করেন। উলে­খ্য, মো: আহাদ মিয়া ১৯৯৭ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। তখন খালেদা জিয়া আহাদ মিয়াকে টাইগার উপাধি দিয়েছিলেন। আহাদ মিয়া বিগত ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদের সাথে কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনে শক্ত প্রতিদ্বন্দিতা করেন। জাতীয় পার্টির আমলে তিনি এরশাদের মনোনীত সংসদ সদস্য ছিলেন। তিনি শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়রও ছিলেন।
সভায় উপস্থিত কমলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাসেল হাসান বরখত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
Source: সময় নিউজ

Read 42884 times Last modified on শনিবার, 07 জুলাই 2012 04:25