কমলগঞ্জ সংবাদ

কমলগঞ্জ সংবাদ (37)

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার: গত ১৫ জুন শুক্রবার ভোর রাত থেকে টানা ভারী বর্ষণের ফলে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ভূমি ধ্বস ও গাছ পড়ে বিদ্যূৎ বিপর্যয় ঘটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে তিগ্রস্থ এলাকায় সংস্কার শেষে সাড়ে ৮ ঘন্টা পর কমলগঞ্জ ও কুলাউড়ার পল্লী বিদ্যুৎ গস্খাহকদের মাঝে পূনঃরায় বিদ্যূৎ সরবরাহ স্বাভাবিক হয়। অবিরাম বৃষ্টির ফলে কমলগঞ্জে পাহাড়ি ছড়া ও নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আকাশ মেঘলা করে বৃষ্টির ভাব

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের শাহাবুদ্দিন সাবুর বাড়ি থেকে বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে পুলিশ।

বার্তা কক্ষ April ৩০, ২০১২: দীর্ঘ ৮ মাস ১৯ দিন পর কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা নিজ কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান কমলগঞ্জে এসে উপজেলা পরিষদের সমন্বয় সভায় যোগদান করে নিজ কার্যালয়ে অফিস করায় ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে স্বস্তি ফিরেছে। গত ১১ আগষ্ট একটি ফৌজদারী মামলায় গ্রেফতার হয়ে ১০ দিনের মধ্যে জামিন লাভ করলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান দীর্ঘ ৮ মাসাধিককাল ধরে কমলগঞ্জেও আসতে পারেননি এমনকি দায়িত্ব ফিরে পাননি।

সংবাদদাতাঃ (April 14, 2012): মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কামারগাঁও গ্রাম এক স্বামী নির্মমভাবে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে চার সন্তানের জননী স্ত্রীকে। মৌলভীবাজার সদর হাসপাতালে রাতে গৃহবধূর লাশ ফেলে পালিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। গত বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর বড় মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী নাজমিন আক্তার (৯) জানায়, বৃহস্পতিবার রাতে খাবার শেষে তারা তিন বোন ও এক ভাই ঘুমিয়ে পড়ে।

এম.এ.হামিদ, মৌলভীবাজার : মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল পতনউষার ও মুন্সিবাজার ইউনিয়ন এলাকার একাংশে বন্যার পানিতে হাওর-বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পতনউষার ইউনিয়নের কেওলার হাওর ও এর আশপাশ এলাকায় এক শ্রেনীর মাছ শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জাল পেতে অবাধে মাছ শিকার করছেন।

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি অমূল্য কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি উপজেলার নন্দরানী চা-বাগানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও দুজনের নিহত হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে ওই দিন সংঘর্ষের সময় ওসি ছাড়াও একজন সহকারী পুলিশ সুপার (সার্কেল) উপস্থিত থাকলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কমলগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ প্রায় ২ মাস পর এলাকায় ফিরায় উষ্ণ অর্ভ্যথনা জানিয়ে কমলগঞ্জবাসী বরণ করে নিলো কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজসেবক মোঃ সিদ্দেক আলীকে। তিনি অসুস্থ্য হয়ে ঢাকায় চিকিৎসা গ্রহন
 

বিডি সংবাদ ২৪ ডটকম on 23/04/2012

এম.এ.হামিদ, মৌলভীবাজার : একটু ধমকা বাতাস দিলেও মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় মৌলভীবাজার পল্লী বিদ্যূৎ সমিতি(পবিস)-র বিদ্যূৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাহাড়ি এলাকার সঞ্চালিত বিদ্যূৎ লাইন পর্যবেক্ষণ করে পূনরায় বিদ্যূৎ সরবরাহ করতে সময় লেগে যায় ৮ থেকে ১০ ঘন্টা,কখনো কখনো ২/৩ দিন। বিদ্যূৎ অফিসে ফোন করেও গ্রাহকরা কোন তথ্য জানতে পারেন না। বিদ্যূৎ বিপর্যয়ের ফলে পবিস কমলগঞ্জ জোনালের ৩৩ হাজার বিদ্যূৎ গ্রাহক পড়েন চরম ভোগান্তিতে।

বিশ্বজিৎ রায়
মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। সম্প্রতি মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল ও যুগ্ম আহবায়ক গাজী মারুফ নতুন কমিটি অনুমোদন করেন। সে মোতাবেক কমলগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় যা গত ১৯ মে শনিবার কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে তার খুশালপুরস্থ বাসভবনে ঘোষনা করা হয়েছে মর্মে উপজেলা ও পৌর ছাত্রদলের আলাদা আলাদা প্রেস বিজ্ঞপিতে জানানো হয়।

বিশ্বজিৎ রায়
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। ১৮ মে শুক্রবার সকালে পতনউষার বাজারের কৃষিজমিতে মৃত নবজাতকের লাশটি পাওয়া যায়।