বুধবার, 25 জুলাই 2012 01:36

সাফল্যে উদ্ভাসিত তারুণ্যের উচ্ছ্বাস: এইচএসসি ২০১২

Rate this item
(0 votes)

কমলগঞ্জ (মৌলভীবাজার) : এবারের এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ ৫ পেয়েছেন ২৭ শিক্ষার্থী। ৩টি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৮১ জন। পাস করেছেন ৯৪৯ জন। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে ৪৮৭ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৮৪ জন। পাসের হার ৯২ ভাগ।

কলেজটি বোর্ডে ১৬তম স্থান অধিকার করেছে। কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে ৪০৭ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৭৫ জন। পাসের হার ৯৩ দশমিক ৫ ভাগ। ওই কলেজ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫২ জন উত্তীর্ণ হয়েছেন।
এবারের এইচএসসি পরীক্ষার ফলে সিলেট শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ ১৬তম স্থান অর্জন করেছে। ৪৮৭ পরীক্ষার্থীর মধ্যে ১৬টি জিপিএ ৫সহ ৪৪৮ জন উত্তীর্ণ হয়েছেন।
সৌজন্যে: দৈনিক সমকাল, বৃহস্পতিবার | ১৯ জুলাই ২০১২ | ৪ শ্রাবণ ১৪১৯ | ২৮ শাবান ১৪৩৩

Read 137799 times Last modified on বুধবার, 25 জুলাই 2012 01:37