বুধবার, 25 জুলাই 2012 01:36

কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: চিফ হুইপ

Rate this item
(0 votes)

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ এমপি বলেছেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তাই সরকার কৃষিতে আমূল পরিবর্তনের লক্ষ্যে কৃষি উপকরণ কৃষকদের দোরগোড়ায় পেঁৗছাতে কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার বিকেলে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বৃক্ষমেলা ২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে ইউএনও প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও মো. আবদুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, অধ্যাপক রফিকুর রহমান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আবদুল মোতালিব তরফদার ও আদমপুর ইউপি চেয়ারম্যান সাবি্বর আহমদ ভঁূইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. শামসুদ্দিন আহমদ, মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।
সৌজন্যে: দৈনিক সমকাল, বৃহস্পতিবার | ১৯ জুলাই ২০১২ | ৪ শ্রাবণ ১৪১৯ | ২৮ শাবান ১৪৩৩

Read 173003 times