বুধবার, 25 জুলাই 2012 01:38

মৌলভীবাজারের ৫ কলেজ সেরা

Rate this item
(0 votes)

মৌলভীবাজার প্রতিনিধি
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের ২০ সেরা কলেজের মধ্যে মৌলভীবাজার জেলার ৫ কলেজ সেরার তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গল বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৪ জন পরীক্ষা দিয়ে ৯২ জন পাস করেছেন। পাসের হার ৯৭.৮৭। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৩৪ জন। এ কলেজ বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন করেছে।

অন্যদিকে জুড়ি তৈয়বুন্নেছা খানম একাডেমী কলেজ থেকে ৬৬১ জন পরীক্ষা দিয়ে ৬২২ জন পাস করেন। এর মধ্যে ৩২ জন জিপিএ ৫ পেয়েছেন। বোর্ডে এ প্রতিষ্ঠানের স্থান ১১তম। মৌলভীবাজার সরকারি কলেজ থেকে তিন বিভাগে ১ হাজার ৩১৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৬২ জন পাস করেছেন। পাসের হার ৮০.৪০। এর মধ্যে ১১৯ জন জিপিএ ৫ পেয়েছেন। সেরা তালিকায় এ কলেজ ১৩তম স্থান অর্জন করেছে। কমলগঞ্জের সুজা মেমোরিয়াল কলেজের ৪৮৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৪০ জন পাস করেন। এর মধ্যে ১৬ জন জিপিএ ৫ পেয়েছেন। বোর্ডের সেরা তালিকায় তাদের অবস্থান ১৬তম। শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ১০১৮ জন পরীক্ষা দিয়ে ৮৫৪ জন পাস করেন।
এর মধ্যে ৪৮ জন জিপিএ ৫ পেয়েছেন। বোর্ডে এ কলেজের অবস্থান ১৭তম। পাসের হার ৮৩.৮৩।
সৌজন্যে: দৈনিক সমকাল, শুক্রবার | ২০ জুলাই ২০১২ | ৫ শ্রাবণ ১৪১৯ | ২৯ শাবান ১৪৩৩

Read 471536 times