ঢাকার শিশুসহ কমলগঞ্জে এক পাচারকারী আটক
বিশ্বজিৎ রায়
মৌলভীবাজার প্রতিনিধি
শিশু পাচারকারী সন্দেহে ঢাকার এক শিশুসহ মৌলভীবাজারের কমলগঞ্জে জনতা এক পাচারকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গতকাল বুধবার বেলা ২ টায় শমশেরনগর বাজার এলাকা থেকে সুমন মিয়া নামে এক শিশু পাচারকারীকে জনতা আটক করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শমশেরনগর ইউনিয়নের মরাজানের পার গ্রামের খালিক মিয়ার ছেলে সুমন মিয়া (২০)কে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে ঢাকার ধনিয়া এলাকার মনিরুল ইসলাম মনি (১০) নামের এক শিশুকে উদ্ধার করা হয়।
শমশেরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, সুমন মিয়া এভাবে শিশুদের নানা কৌশলে নিয়ে বিভিন্ন স্থানে পাচার করে বলে অভিযোগ রয়েছে। কিছুদিন পূর্বে শমশেরনগর এ এ টি এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শফিকুল ইসলাম চৌধুরীকে সুমন প্রলোভন দেখিয়ে কিছু খাদ্য সামগ্রী খাইনে ট্রেনে করে কুলাউড়া নিয়ে যায়। ঐদিন রাতে আবার ছাত্র শফিকুলকে এনে শমশেরনগর বিমান বন্দর এলাকায় অনেকটা অবচেতনভাবে ফেলে যায়। এ স্কুল ছাত্রের জবানবন্দি শুনে এলাকার যুবক সোহান ও তার সহযোগীরা অভিযুক্ত সুমন মিয়াকে ধরে ফেলে। এসময় তার আস্তানা থেকে ঢাকার শিশু মনিরুল ইসলামকে উদ্ধার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস আই আয়মুছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে বোঝা গেছে সুমন একটি শিশু পাচারকারী চত্রের সাথে যুক্ত তার সাথে স্থানীয় আরও কিছু লোক জড়িত রয়েছে। তাছাড়া সে শিশু পাচারের সাথে জড়িত থাকার কথাও স্বীকার করেছে। আটক পাচারকারী সুমনের কাছ থেকে ভূঁয়া ইউপি সনদপত্র, ভূঁয়া রেল সদস্যের কার্ডসহ বেশ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। শিশু পাচারকারী সন্দেহে আটক সুমন মিয়াকে কমলগঞ্জ থানায় প্রেরণ করা হয়। এ ব্যাপারে জোর পুলিশি তদন্ত চলছে বলেও জানান এসআই আয়মুছ জানান।
সৌজন্যে: www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/প্রতিনিধি/জাআ/জের/০২.০৫.২০১২/এসএকে