অবস্থান
কমলগঞ্জ উপজেলার অবস্থান:
কমলগঞ্জ উপজেলার আয়তন হচ্ছে ৪৮৫.২৬ বর্গ কিলোমিটার বা ১৮৭.৩৬ বর্গ মাইল। উপজেলাটি ২৪ ডিগ্রি ০৮ মিনিট ও ২৪ ডিগ্রি ২৯ মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে এবং ৯১ ডিগ্রি ৪৫ মিনিট ও ৯১ ডিগ্রি ৫৭ মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত, এর উত্তরে রাজ নগর উপজেলা, পূর্বে কুলাউড়া উপজেলা ও ভারত, দক্ষিণে ভারত এবং পশ্চিমে শ্রীমঙ্গল উপজেলা ও মৌলভীবাজার সদর উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা:
কমলগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা, ৯টি ওয়ার্ড ও ৯টি মহল্লা, ৯টি ইউনিয়ন, ১১১টি মৌজা, এবং ২৫১টি গ্রাম আছে। প্রতিটি ওয়ার্ড, মহল্লা, ইউনিয়ন, মৌজা এবং গ্রামে গড়ে ক্রমান্বয়ে ১৫৬৩, ৪৮৫, ২৩৯৫৪ এবং ৮৫৯ জন লোক বাস করে।