দীর্ঘ ৮ মাস পর কমলগঞ্জ বিএনপি নেতার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
বার্তা কক্ষ April ৩০, ২০১২: দীর্ঘ ৮ মাস ১৯ দিন পর কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা নিজ কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান কমলগঞ্জে এসে উপজেলা পরিষদের সমন্বয় সভায় যোগদান করে নিজ কার্যালয়ে অফিস করায় ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে স্বস্তি ফিরেছে। গত ১১ আগষ্ট একটি ফৌজদারী মামলায় গ্রেফতার হয়ে ১০ দিনের মধ্যে জামিন লাভ করলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান দীর্ঘ ৮ মাসাধিককাল ধরে কমলগঞ্জেও আসতে পারেননি এমনকি দায়িত্ব ফিরে পাননি।
কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী সোমবার কমলগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ২১ আগষ্ট আদালত থেকে জামিন লাভ করেন। অথচ রাজনৈতিক প্রভাবে উপজেলা পরিষদ বিধি লঙ্গন করে একজন ভাইস চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত করে অর্থ বিলে স্বাক্ষরের ক্ষমতা প্রদানের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্মারক নং ৪৬.০৪৫.০২৭.০৮.০৪.০০৪.২০১১-৩৯৯ মূলে উপ-সচিব ডাঃ মোঃ সারোয়ার বারীর স্বাক্ষরিত পত্রে ১৭ জানুয়ারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তারকে অর্থ বিলে স্বাক্ষর করার ক্ষমতা প্রদান করে। গত ১৪ ফেব্রুয়ারী কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যানের করা উচ্চ আদালতে রীট আবেদনের শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ডাঃ মোঃ সারোয়ার বারীর স্বাক্ষরিত পত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তারকে কমলগঞ্জ উপজেলা পরষিদের অর্থ বিলে স্বাক্ষরের ক্ষমতা প্রদানের নির্দেশনা ৪ মাসের জন্য স্থগিত করে আদালত রোল জারি করেছিলেন।
এ রোল জারির ১৩ দিনের মাথায় ২৭ ফেব্রুয়ারী স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব ডাঃ মোঃ সারোয়ার বারীর স্ব্াক্ষরিত স্মারক নং ৪৬.০৪৫.০২৭.০৮.০৪.০০৪.২০১১-৫০৫ প্রজ্ঞাপন মূলে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। উপজেলা পরিষদ(সংশোধন) আইন,২০১১-এর ১৩ খ ধারার(১)উপ-ধারা অনুযায়ী শামীম আহমদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ডাঃ মোঃ সানোয়ার বারী এ প্রজ্ঞাপন জারি করেন। কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী মন্ত্রণালয়ের এ নির্দেশনার উপর আবারও রীট আবেদন করলে গত ৮ মার্চ বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২৭ ফেব্রুয়ারীর নির্দেশনাকে ৪ মাসের জন্য স্থগিত করে নতুন আদেশ জারি করেন। ১১ মার্চ এ নির্দেশনা পত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সহকারী সচিব, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তারের কাছে প্রেরণ করা হয়। মন্ত্রণালয়ের এ আদেশের উপর তিনি উচ্চ আদালতে রীট আবেদন করলে আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পূর্বকার আদেশপত্র বাতিল করে। কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী ২৯ এপ্রিল মৌলভীবাজার জেলা সমন্বয় সভায় যোগদান করেন। গতকাল ৩০ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় তাঁর(উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী) উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন।
দীর্ঘ দিন পর কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান দায়িত্ব ফিরে পেয়ে বিভিন্ন বিলে স্বাক্ষর করলে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানের মাঝে স্বস্তি ফিরেছে। কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু ও আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মামলা মোকদ্দমা ও আইনী জটিলতায় চেয়ারম্যান এতদিন উপজেলা পরিষদের বাইরে অবস্থান করায় যে সমস্যার সৃষ্টি হয়েছিল তা এখন আর থাকবে না।
Source: বিডি২৪লাইভ