ফারিয়া কমলগঞ্জ উপজেলা কমিটি গঠিত
শনিবার, 04 আগস্ট 2012 14:50
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কমলগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় ভানুগাছ চৌমুহনাস্থ
আল-আকাবা রেষ্টুরেন্টে সংগঠনের প্রাক্তন সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান (দি এক্মি ল্যাবরেটরীজ) এর সভাপতিত্বে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে মো: ফয়সল আহমদ (এস.এন. ফার্মাসিউটিক্যালস-এ.এম.)-কে সভাপতি, তাপস দেব (র্যাংগস ফার্মাসিউটিক্যালস)-কে সাধারণ সম্পাদক ও মোঃ আমির রহমান (এস.এন. ফার্মাসিউটিক্যালস)-কে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ফারিয়া কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হচ্ছেন-সহ সভাপতি মোঃ ইব্রাহীম রশিদ (অপসোনিন ফার্মাসিউটিক্যালস), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান (সান্জ বাংলাদেশ), অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন (হামদর্দ ল্যাবরেটরীজ), প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন (গ্লোব ফার্মাসিউটিক্যালস), দপ্তর সম্পাদক মোঃ সোহাগ আহমেদ (রয়েল ফার্মাসিউটিক্যালস), কার্য্যনির্বাহী সদস্যরা হচ্ছেন- অবনী কুমার সিন্হা (ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্), মোঃ জালাল চৌধুরী (দি এক্মি ল্যাবরেটরীজ), মোঃ ইসমাইল হোসেন (জেনারেল ফার্মাসিউটিক্যালস্), মোঃ আবু তালেব (সোমাটেক ফার্মাসিউটিক্যালস্), পীযুষ কুমার সিংহ (ভেরিটাচ্ ফার্মাসিউটিক্যালস), মোঃ রাজীব হোসাইন (এরিস্টো ফার্মাসিউটিক্যালস), সুমন কুমার দাশ (এস.কে.এফ. ফার্মাসিউটিক্যালস্), মোঃ খুরশেদ আলম (রেনেটা ফার্মাসিউটিক্যালস্), মোঃ আবুল হাশেম (বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্), সুব্রত কুমার সিন্হা (অরবিট ফার্মাসিউটিক্যালস্), সব্যসাচী সিক্ত (অরিয়ন ফার্মাসিউটিক্যালস্), মোঃ ইমরান হোসাইন (স্কয়ার ফার্মাসিউটিক্যালস)্, সুমন মজুমদার (শরীফ ফার্মাসিউটিক্যালস্), উদয় কুমার রায় (হেল্থ কেয়ার ফার্মাসিউটিক্যালস্), আব্দুল হাই সরকার (মনিকো ফার্মাসিউটিক্যালস্), মোঃ রাসেল আহমেদ (র্যামান ড্রাগস), মোঃ আসিফ নিয়াজ-রনি (এমুলেট ফার্মাসিউটিক্যালস্), মোঃ ওয়াহিদুজ্জামান (দি এক্মি ল্যাবরেটরীজ), মোঃ শাহজালাল মোল্লা (ড্রাগ ইন্টারন্যাশনাল), অনুপ দত্ত (এ.সি.আই. ফার্মাসিউটিক্যালস্), মোঃ সিদ্দিকুর রহমান (মেডিকন ফার্মাসিউটিক্যালস্), পল্লব ঘোষ (এডরুক ফার্মাসিউটিক্যালস্), নবেন্দু পাল (ক্যামিস্ট ফার্মাসিউটিক্যালস্), বিশ্বজিৎ সিংহ (পপুলার ফার্মাসিউটিক্যালস্), সুমিত্র কুমার সিংহ (বিকন ফার্মাসিউটিক্যালস্), বাবুল কুমার সিন্হা (এপেক্স ফার্মা) ও মোঃ আব্দুর রকিব (কুমুদিনি ফার্মা)।