সিলেট বিভাগে যক্ষা রোগের প্রাদুর্ভাব ও মৃত্যু কমিয়ে আনতে কমলগঞ্জে ইউএসএইড টিবি কেয়ার টু বাংলাদেশ প্রজেক্টের শুভ উদ্বোধন

|| এম. মছব্বির আলী ||

সিলেট বিভাগের তিনটি জেলার ১৫৭টি চা বাগানে যক্ষা রোগের প্রাদুর্ভাব ও মৃত্যু কমিয়ে আনতে ইউএসএইড টিবি কেয়ার টু প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ এর আয়োজনে ইউএসএইড এর অর্থায়নে ও ইউআরসি’র ব্যবস্থাপনায় গতকাল ৩১ জুলাই মঙ্গলবার সকাল

সাড়ে ১১টায় হীড বাংলাদেশ, কমলগঞ্জ এর কনফারেন্স রম্নমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্যাট মো: জহিরম্নল ইসলাম। হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও টিবি কেয়ার টু এর মেডিক্যাল অফিসার ডা: হৈমনত্মী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: মো: গোলাম রাজ্জাক চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রকাশ কানিত্ম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন কুটি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এবিএম সাজেদুল কবীর, ইউআরসি’র প্রোগ্রাম স্পেশালিষ্ট ডাঃ মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্প পরিচিতি তুলে ধরেন টিবি কেয়ার টু বাংলাদেশ প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, ইউআরসি’র গ্র্যান্ট ম্যানেজার সাইফ সলিমুল্যাহ, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন টিবি কেয়ার টু স্টাফবৃন্দ। অনুষ্ঠানে প্রত্যেক জেলার প্রকল্প ম্যানেজাররা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্টানে বক্তারা জানান, ইউএসআইএডি এর অর্থায়নে এ প্রকল্পের আওতায় হীড বাংলাদেশ সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ র ১৫টি উপজেলার ১৫৭টি চা বাগানের ৬ লক্ষ ৫০ হাজার লোকের মধ্যে ১ লক্ষ ৬২ হাজার পাঁচশত পরিবারের সদস্যদের যক্ষা সচেতনতা ও রোগ প্রতিরোধে কাজ করা হবে।
ডেইলি সিলেট:: http://www.dailysylhet.com/index.php/moulvibazar/6079-2012-08-01-11-41-25

Share

মন্তব্য


নিরাপত্তা কোড
রিফ্রেশ