কমলগঞ্জে মুনিপুরী নেতা রবীন্দ্র কুমার সিনহা হত্যার নিন্দা

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমেন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী কণিকা দেওয়ান ২৪ অক্টোবর বুধবার এক যুক্ত বিবৃতিতে ২৩ অক্টোবর রাতে মুনিপুরী নেতা ও প্রাইমারী স্কুলের শিক্ষক রবীন্দ্র কুমার সিনহাকে (৪২) গুলি করে খুনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘সম্প্রতি রাঙামাটি শহরে পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা, চট্টগ্রামের রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় বৌদ্ধ বিহার ও বসতি এবং হিন্দু মন্দিরে ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাটের পর কমলগঞ্জের কালারাইবিল গ্রামে বিশিষ্ট মুনিপুরী নেতার খুনের ঘটনা জাতিগত, ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্পর্কিত সরকার তথা রাষ্ট্রের ধারাবাহিক ভুল নীতির স্বরূপ সবার কাছে উন্মোচন করে দিয়েছে।’
তারা দেশে সংখ্যালঘু জাতিসমূহের ভূমি, সাংস্কৃতিক  অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Share

মন্তব্য


নিরাপত্তা কোড
রিফ্রেশ