কমলগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, গ্রেফতার ১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে সামাজিক বিচার চলাকালে ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ ও তার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গত সোমবার রাত ১১টায় আদমপুর ইউনিয়নের উপজেলা বাজারে চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। আদমপুর ইউপি চেয়ারম্যান সাবি্বর আহমদ ভূঁইয়া অভিযোগ করে জানান, তার ইউনিয়নে একটি সন্ত্রাসী চক্র বনদস্যুদের মদদ দিচ্ছে। এতে আদমপুরে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। এ চক্রটি রুখতে সোমবার রাত ১০টায় উপজেলা বাজারে তার অস্থায়ী কার্যালয়ে সামাজিক বিচার চলছিল। বিচারকার্য শেষ হওয়ার পর এলাকার দাগী বনদস্যু ছলিম মিয়া, কলিম, কালা মিয়া, জমশেদ মিয়া, ইজাদ মিয়া, কবির মিয়া, শফিক মিয়া, হেকিম মিয়া, আলিম মিয়া, নাজিম মিয়া, বাহাউদ্দীন ও সুন্দর মিয়া হঠাৎ এসে হামলা চালিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। বিষয়টি কমলগঞ্জ থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কলিম মিয়াকে গ্রেফতার করে। পরে তিনি সোমবার থানায় মামলা করেন।
সৌজন্যে: সমকাল:
বুধবার | ৮ আগস্ট ২০১২ | ২৪ শ্রাবণ ১৪১৯ | ১৯ রমজান ১৪৩৩
Share

মন্তব্য


নিরাপত্তা কোড
রিফ্রেশ