কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়া স্বপ্না রানী হত্যার বিচার চাই
কমলগঞ্জ উপজেলার পাহাড়ি লংঙ্গুছড়া থেকে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়া স্বপ্না রানী পালের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার(14/09/2012) সকালে কমলগঞ্জ থানার পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে দুপুরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পাষবিক নির্যাতনের পর শ্বাসরোদ্ধ করে দুর্বৃত্তরা স্বপ্নাকে হত্যা করে পাহাড়ি ওই ছড়ায় ফেলা যায়। স্বপ্না রানী পালের একমাত্র ছেলে দুলন পাল জানান, প্রতিদিনের মত
গতকাল বৃহস্পতিবার সকাল সকাল সাড়ে ৮টার দিকে তিনি কর্মস্থল কমলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যা ঘনিয়ে আসলেও বাড়িতে ফিরে না আসায় বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন দুপুর ২টার পর তিনি বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন। গতকাল বৃহস্পতিবার সম্ভাব্য সব স্থানে খুজাঁখুজিঁর পর তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে পাহাড়ি ছড়া লংঙ্গুছড়ার সুইস গেইট এলাকায় স্বপ্নার ব্যবহৃত পায়ের জুতা, ছাতা ও ভ্যানাটিব্যাগ পাওয়ার পর ছড়ার ভাটি অংশে বিবসত্র অবস্থায় লাশ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ উদ্ধারের সময় সারা শরীরে আঘাতের চিহৃ ছিল। কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, গতকাল বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাস থাকায় দুপুর আড়াইটার দিকে স্বপ্না স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে তাকে পশ্চিম লংঙ্গুরপাড় গ্রামের রাস্তা দিয়ে যেতে দেখেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলাসহ কয়েক প্রত্যক্ষদর্শী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে পশ্চিম লংঙ্গুরপাড় গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে কিছু ডেটা শাক নিয়ে স্বপ্না বাড়ির দিকে চলে যান বলে বাবুলের মেয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী লাভনী জানান। তদন্ত কর্মকর্তা কমলগঞ্জ থানার থানার উপ পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুব লাশের সুরতহাল তৈরিকালে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের আঘাতের চিহৃ পাওয়ার কথা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা বাড়ি ফেরার পথে স্কুল আয়াকে ধরে নিয়ে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে বলে কমলগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান।
সংবাদ: কমলগঞ্জ ফেসবুক ফ্যান পেজ