স্বপ্না রানী হত্যার প্রতিবাদে মিছিল
গত ১৫ দিন আগে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়া(স্বপ্না রানী)কে কে বা কারা হত্যা করে সেই হত্যার সাথে জড়িতদের ও গ্রেফতার করছে না পুলিশ। অভিযোগ রয়েছে সেটিও প্রভাবশালী মহলের ইন্দনে তদন্তকাজ বন্ধ রয়েছে। এলাকাবাসী বলছেন, মন্ত্রীর এলাকায় এভাবে খুনের বিচার না হলে ভবিষত্যে কি হবে এ নিয়ে খুবই উদ্বিগ্ন রয়েছে।
এব্যাপারে এসআই মিজানুর রহমান বলেন, আমি আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। প্রভাবশালী মহলের দ্বারা প্রভাবিত হওয়ার বিষয়টি এড়িয়ে যান। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম সাথে যোগাযোগ করলে তিনি মামলার আইওর সাথে যোগাযোগ করতে বলেন।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার আলোচিত ব্যবসায়ী আব্দুল মজিদ হত্যাকান্ডের এক মাস পুর্ণ হচ্ছে আজ। এই এক মাসেও এজাহারভুক্ত কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। জনমনের মুখেমুখে মন্ত্রীর এলাকায় এরুপ নৃংশস হত্যা কান্ড করে আসামীরা কী ভাবে পার পেতে পারে!। আইনশৃঙংলার এই পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
(ছবি ও সংবাদ মুস্তাফিজুর রহমানের সৌজন্যে)
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার আলোচিত ব্যবসায়ী আব্দুল মজিদ হত্যাকান্ডের এক মাস পুর্ণ হচ্ছে আজ। এই এক মাসেও এজাহারভুক্ত কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। জনমনের মুখেমুখে মন্ত্রীর এলাকায় এরুপ নৃংশস হত্যা কান্ড করে আসামীরা কী ভাবে পার পেতে পারে!। আইনশৃঙংলার এই পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
(ছবি ও সংবাদ মুস্তাফিজুর রহমানের সৌজন্যে)