বাংলাদেশ মনিপুরী আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সমরজিত সিংহের সভাপতিত্বে ও ভিম্পল সিংহের পরিচালনায় আলোচনায় অংশ নেন ন্যাশনাল ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান শফিক উল¬াহ খান, শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক শাহীন আহমেদ, বাংলাদেশ মনিপুরী আদিবাসী ফোরামের সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, নারী উদ্যোক্তা বিলকিস বেগম, সৌদামনি শর্মা, রবীন্দ্র কুমার সিংহ, ধীরেন্দ্র কুমার সিংহ প্রমুখ। মত বিনিময় সভায় সুকোমল সিংহ মণিপুরী তাঁত শিল্পের উন্নয়নে কি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমাধান করার উপায় নিয়ে আলোচনা করেন।
সৌজন্যে: www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/প্রতিনিধি/জাআ/জের/১৭.০৩.২০১২/এসএকে