শনিবার, 07 জুলাই 2012 03:41

কমলগঞ্জে চিফ হুইপ গোল্ডকাপ “স্মারক ভাস্কর্য” উন্মোচন

Rate this item
(0 votes)

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমোহনা চত্বরে গত ৩১ মার্চ শনিবার সন্ধ্যায় চিফ হুইপ গোল্ডকাপ “স্মারক ভাস্কর্য” উন্মোচন করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।

উন্মোচন শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন-অর-রশিদ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, চিফ হুইপের স্ত্রী উন্মে কুলসুম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মৃগেন দাস চৌধুরী ও তাঁর স্ত্রী রত্না দাস চৌধুরী।

আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান ভানু লাল রয়ি, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দু প্রসাদ জহর  প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সৌজন্যে: www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/প্রতিনিধি/জাআ/জের/০১.০৪.২০১২/এসএকে

Read 6294 times Last modified on শনিবার, 07 জুলাই 2012 22:44