শনিবার, 07 জুলাই 2012 03:57

কমলগঞ্জ থানার ওসি সাময়িক বরখাস্ত

Rate this item
(0 votes)

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি অমূল্য কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি উপজেলার নন্দরানী চা-বাগানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও দুজনের নিহত হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে ওই দিন সংঘর্ষের সময় ওসি ছাড়াও একজন সহকারী পুলিশ সুপার (সার্কেল) উপস্থিত থাকলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নন্দরানী চা-বাগানে সংঘর্ষের ঘটনা তদন্তে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছিল। তদন্ত সম্পন্ন করে ১৬ ফেব্রুয়ারি মৌলভীবাজারের পুলিশ সুপারের মাধ্যমে সিলেটের উপমহাপুলিশ পরিদর্শকের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। পরে তা ঢাকায় পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।
গতকাল শুক্রবার বিকেলে পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, নন্দরানী চা-বাগানে হামলা, সংঘর্ষের সময় অগ্নিসংযোগ, লুটপাট ও দুজন মারা যাওয়ার ঘটনায় ওসি অমূল্য কুমারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। এ ছাড়া আরও তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালামকে থানার ভারপ্রাপ্ত ওসি করা হয়েছে। তিনি একই সঙ্গে নন্দরানী চা-বাগানের ঘটনায় করা দুটি মামলার তদন্ত কর্মকর্তাও।
Source: http://www.prothom-alo.com/detail/news/231511

Read 126519 times Last modified on শনিবার, 07 জুলাই 2012 22:41