বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ কুমার সিংহের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুুল মজিদ, অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া, মোহন চন্দ্র দেব, মো. ফজলুর রহমান, ফজলুল হক বাদশা, ইমতিয়াজ আহমেদ বুলবুল।
সৌজন্যে: দৈনিক সমকাল, শনিবার | ২১ জুলাই ২০১২ | ৬ শ্রাবণ ১৪১৯ | ১ রমজান ১৪৩৩
বুধবার, 25 জুলাই 2012 01:38
কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ এমপি বলেছেন, বর্তমান মহাজোট সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করছে তার মাধ্যমে দেশের শতভাগ শিক্ষার হার অর্জন করতে হবে। কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৯৫ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত তিনতলা 'বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ একাডেমিক ভবন' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইফ এ কথা বলেন।
Published in
কমলগঞ্জ সংবাদ