কমলগঞ্জ সংবাদ

মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখর দেব রায় বাবুল আর নেই

Share


 একাত্তরের রণাঙ্গণের বীর সৈনিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কলাম লেখক ও সাংবাদিক সুধেন্দু দেবরায় (এসডি রায় বাবুল) আর নেই। গতকাল ২১ জুলাই রোববার রাত ১০-৫৫ মিনিটের সময় সিলেটের বাসায় পরলোক গমন করেন।মৃত্যুকালে স্ত্রী, কন্যা, দু ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।

বাংলা একাডেমি প্রবাসী সাহিত্য পুরস্কার পেলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি লেখক,সাংবাদিক ইসহাক কাজল

Share

২০১৩ সালে প্রবাসে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যুক্তরাজ্যবাসী লেখক ও সাংবাদিক ইসহাক কাজল, সাহিত্য ও ইতিহাস গবেষক ফারুক আহমদ এবং জার্মানবাসী লেখক ও বিজ্ঞান-গবেষক ড. মোহাম্মদ জাকারিয়া। ২০১০ সাল থেকে প্রতি বছর লন্ডনে বাংলা একাডেমির বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা উপলক্ষে ২০১১ সাল থেকে বাংলা একাডেমি এই পুরস্কারের প্রবর্তন করে। বইমেলার ব্যবস্থাপনায় রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য। “বাংলা একাডেমি বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব” নামে প্রতি বছর বাংলা একাডেমির উদ্যোগ এবং সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। গত ১৫ ও ১৬ জুন পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে দুইদিনব্যাপী বইমেলা ২০১৩ অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন

বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা দিবস পালিত

Share

শহীদ সুদেষ্ণা দিবস উপলক্ষে বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদের উদ্যোগে গত শনিবার (১৬ই মার্চ) কমলগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে পুষ্পস্তবক অর্পণ, নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষার জন্য পৃথিবীতে লড়াই হয়ে রক্ত ঝরেছে কেবল দু' ভাষার জন্য এর একটি হচ্ছে বাংলা ভাষা অপরটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী। পৃথিবীতে মাত্র দু'জন নারী ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাঁর একজন সুদেষ্ণা সিন্‌হা আর অপরজন আসামের বাংলাভাষা আন্দোলনের শহীদ কমলা ভট্রাচার্য। বক্তারা ভাষার জন্য জীবন দেওয়ার দাবী ও নিজস্ব ভাষা টিকিয়ে রাখার জন্য আগামীতে প্রাথমিক পর্যায়ে মণিপুরী অধ্যুষিত এলাকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় একটি পাঠ্য বই রাখার দাবী জানানো হয়।
শনিবার বিকাল ৪ ঘটিকায় মাছিমপুর গোপীনাথ জিউর আখড়ায় বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাজীব কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শান্তু মনি সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা প্রভাষক জীতেন চ্যাটার্জী। বিশেষ অ...তিথি ছিলেন পরিষদের উপদেষ্টা সুজিত সিংহ ও সুনীল সিংহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সুদেষ্ণার আত্মীয় মালতী সিন্‌হা। অনুষ্ঠানে শহীদ সুদেষ্ণার জীবনী পাঠ করেন মণিপুরী ছাত্র পরিষদের মহানগর শাখার সিনিয়র সভাপতি বিধান সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের কেন্দ্রীয় সহ সভাপতি বাবুল সিংহ, সাংগঠনিক সম্পাদক সুজন সিংহ, মহানগর সভাপতি শুভাশিস সিংহ, সহ সভাপতি শম্ভু সিংহ, সাধারণ সম্পাদক শুভ সিংহ, কার্যকরী সদস্য পূজা সিন্‌হা, বিজু সিংহ প্রমুখ।
শহীদ সুদেষ্ণা দিবস উপলক্ষে বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি অর্ণব কান্তি সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবির সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজমনি সিংহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সিংহ, সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ সিংহ বাবুল, কৃষ্ণ কুমার সিংহ।
এদিকে শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরী মহারাসলীলা উন্মুক্ত মঞ্চে শহীদ মুক্তিযোদ্ধা গিরীন্দ্র সিংহ স্মৃতি পরিষদের উদ্যোগে শহীদ সুদেষ্ণা দিবস উপলক্ষের্ যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি উপেন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি সুজিত কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন মণিপুরী ললিতকলা একাডেমীর পরিচালক রামকান্ত সিংহ, গবেষনা কর্মকর্তা প্রভাষ সিংহ, উপজেলা মণিপুরী বিষ্ণুপ্রিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্র কুমার সিংহ, দীননাথ স্মৃতি একাডেমীর পরিচালক লক্ষ্ণীসেনা সিংহ, মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার সিংহ।

বার্তা প্রেরক :

শান্তুমণি সিংহ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদ
কেন্দ্রীয় কার্যকরী সংসদ।

কমলগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫

Share

শনিবার দুপুরে কমলগঞ্জ কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে এই সংঘর্ষ হয়।
মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে ৫জন আহত হয়েছেন।কমলগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫
এ ঘটনায় পুলিশ দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন, সোহেল আহমদ ও অসীম।
শনিবার দুপুরে কমলগঞ্জ কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে এই সংঘর্ষ হয়।
কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ জানান, "পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দুপুরে কমলগঞ্জ কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে ছাত্রদল নেতা যুবায়ের আহমদ ইরান রাসেল নূর,রুবেল হাসান,হামীম ও সাইফুল আহত হন।
গুরুতর আহত ইরানকে কমলগঞ্জ হাসপাতাল থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
সোহেল আহমদ ও অসীম নামের দুই জনকে আটক করা হয়েছে।"
উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন জানান, ছাত্রলীগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সৌজন্যে: দৈনিক সমকাল

সেই চেনা গ্রাম, সেই চেনা পথে স্মৃতির পদাবলী

Share

|| স দে রা সু জ ন, মন্ট্রিওল থেকে ||

  রবিবার, ০৬ জানুয়ারি ২০১৩ 

তিন বছর পূর্বে দেশে গিয়ে ভেবেছিলাম একটি সুন্দর জ্যোৎস্নাঘেরা স্নিগ্ধরাতে আমার প্রিয় বন্ধুদেরকে নিয়ে ঘুরে বেড়াবো গ্রাম-গ্রামান্তরে। যেমনিভাবে বছরের পর বছর বন্ধুবান্ধব নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরেছি অনেক রাতদুপুর কাটিয়েছি জীবনে। এটা অনেক বড়ো আনন্দের।

পূর্ণাঙ্গ নিবন্ধ পড়ুন: http://www.news-bangla.com