কমলগঞ্জ সংবাদ
২১ ও ২২ ডিসেম্বর মণিপুরী থিয়েটারের বিজয় উত্সব
মহান বিজয়ের মাসে মণিপুরী থিয়েটার আয়োজন করছে বিজয় উত্সব। দু’টি নাটক নিয়ে আয়োজিত উত্সবটির নাম বীরাঙ্গনার মঞ্চযাত্রা। আগামী ২১ ও ২২ ডিসেম্বর এ উত্সব অনুষ্ঠিত হবে। মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমি মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা রেপার্টরির প্রযোজনায় বিদেহ মঞ্চস্থ হবে। শাহমান মৈশানের রচনায় ও লাকী ইনামের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন লাকী ইনাম, জয়শ্রী কর জয়া ও জ্যোতি সিনহা। এরপর সন্ধ্যা ৭টায় মণিপুরী থিয়েটার মঞ্চায়ন করবে নাটক কহে বীরাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে নাটকটি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
১৭০তম শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরন উৎসব সমাপ্ত
সাজিদুর রহমান সাজু,কমলগঞ্জ (মৌলভীবাজার),(সিএইচটিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সৌজন্যে):-
গত ২৮নভেম্বর ২০১২ রাস পূর্ণিমা তিথিতে প্রতি বৎসরের ন্যায় এবারো কমলগঞ্জ উজেলার মাধবপুর জোড়ামণ্ডপে মণিপুরীদের ঐতিহ্যবাহী ১৭০তম শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরন উৎসব সমাপ্ত হল। বিপুল উৎসাহ উদ্দীপনা, মৃদঙ্গ আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে গত বুধবার সকাল থেকে বৃহষ্পতিবার সূর্য্যোদয় পর্যন্ত কমলগঞ্জ উপজেলার মাধবপুরে মণিপুরী সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত হয়। এ রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে উঠে কমলগঞ্জের মণিপুরী অঞ্চল সমুহ।
মণিপুরী থিয়েটারের প্রতিবাদ সমাবেশ
তারুণ্যময় প্রতিবাদ-সমাবেশটিতে বক্তারা তাদের ক্ষোভের ও প্রতিবাদের কথা জানান।
বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস সিংহ বিজিত, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সিংহ, কুমেই পত্রিকার সম্পাদক ও গল্পকার অঞ্জন সিংহ, শিক্ষক ও পৌরি পত্রিকার সহসম্পাদক সন্জু সিংহ, সমাজকর্মী রবিকুমার সিংহ ও সংস্কৃতিকর্মী সুমন দাশ। আরও অংশ নেন সুব্রত, সুনীল, অঞ্জনা, উজ্জ্বল ও সজলকান্তি সিংহ।
রবীন্দ্র হত্যার প্রতিবাদে মণিপুরী থিয়েটারের ডকুড্রামা
রাস্তার মাঝখান দিয়ে আসছে একটা অটোরিকশা। হঠাৎ পেছন থেকে এসে তার গতিরোধ করল একটা মোটর সাইকেল। নামল তিনজন সশস্ত্র মুখোশধারী লোক। তারা অটোরিকশার ড্রাইভারের গলায় ছুরি চেপে ধরল। হেল্পার ছুটে পালিয়ে গেল। সন্ত্রাসীরা অটোরিকশার ভেতর থেকে টেনে হিঁচড়ে নামাল এক পুরুষ এবং দুই মহিলাকে। মহিলাদের গায়ের সোনা-গয়না নিয়ে টানা হিঁচড়া করার এক পর্যায়ে পুরুষাটি চিনে ফেলে সন্ত্রাসীদের কাউকে। প্রকাশ করা মাত্র তাকে গুলি করে লাশ ফেলে দিয়ে মোটর সাইকেলে করে পালিয়ে গেল সন্ত্রাসীরা। গগনবিদারি আর্তনাদে ভেঙে পড়ল পুরুষটির স্ত্রী এবং অন্য মহিলাটি।
কমলগঞ্জের ওসিকে সন্ধ্যায় প্রত্যাহার রাতে আদেশ স্থগিত
পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে সংখ্যালঘু এক স্কুলশিক্ষককে ছিনতাইয়ের পর হত্যার ঘটনায় গত বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু পরে আবার সে আদেশ স্থগিত করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।