হলেও শুক্রবার ভোর রাত থেকে শুরু হয় টানা বর্ষণ। টানা ভারী বষর্ণে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় কয়েকটি স্থানে ভূমি ধ্বস হয়। সাথে সাথে গাছ পড়ে ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যূৎ লাইনের তার ছিড়ে ও বৈদ্যূতিক খুঁটির তিগ্রস্থ হয়ে বিদ্যূৎ বিপর্যয় ঘটে। ফলে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬ টা থেকে কমলগঞ্জ উপজেলা, কুলাউড়া ও রাজনগর উপজেলার একাংশে বিদ্যূৎ সরবরাহ বন্ধ থাকে।
মৌলভীবাজার পলী বিদ্যূৎ সমিতি (পবিস) কমলগঞ্জ জোনালের জুনিয়র প্রকৌশলী নাসির হোসেন জানান, ভারী বর্ষণ হলেই পাহাড়ি এলাকায় ভূমি ধ্বসসহ গাছ উপড়ে পড়ে। শুক্রবার এমনি ঘটনায় বিদ্যূৎ বিপর্যয় ঘটেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে বিদ্যূৎ কর্মীরা তিগ্রস্ত এলাকায় মেরামত কাজ শেষ করে সাড়ে ৮ ঘন্টা পর শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় আবারও বিদ্যূৎ সরবরাহ স্বাভাবিক করেছেন। অন্যদিকে টানা বর্ষণের ফলে শুক্রবার বিকাল থেকে কমলগঞ্জের সবগুলো পাহাড়ি ছড়া ও নদীগুলোর পানি বৃদ্ধি পায়। বৃষ্টিপাত না কমলে আগামী ২৪ ঘন্টায় কমলগঞ্জে আগাম বন্যার আশঙ্কা রয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, এখন নদীগুলোর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি না কমলে, রাতে ভারী বৃষ্টি হলে এমনকি উজানে ভারতের পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে কমলগঞ্জের পাহাড়ি ছড়া ও নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হবে। এমনকি আগাম বন্যারও আশঙ্কা রয়েছে। তবে উপজেলা প্রশাসন এ দিকে সাবনিক নজরদারী করছে বলে নির্বাহী কর্মকর্তা জানান। এদিকে প্রায় সময় কর্মকর্তা ও কর্মচারীদেরকে ফোন করে পাওয়া যায়না,এমনকি প্রয়োজনীয় সময়ে অবিযোগ কেন্দ্রের ফোনগুলোও বন্ধ থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।
Source: ডেইলি নবযোগ