শনিবার, 07 জুলাই 2012 04:06

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম

Rate this item
(0 votes)

সোহের রানা, কমলগঞ্জ (মৌলভীবাজার) : ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদাসীনতায় চরম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে ৩১ শয্যার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অস্বাভাবিক আচরণের অধিকারী সাজেদুল কবিরের প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্বহীনতায় হাসপাতালে চরম বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী মনে করছেন। প্রতিদিন দূর দুরান্ত থেকে চিকিৎসাসেবা নিতে আসা সাধারন রোগীরা দুর্ভোগের শিকার হয়ে পাচ্ছেন নামে মাত্র চিকিৎসা।

ভারপ্রাপ্ত ইউএইচ অ্যান্ড এফপিও নিয়মানুযায়ী অফিস না করায় অন্যান্যরা ইচ্ছামতো অফিসে যাওয়া আসা করেন। যে কারনে ভেঙে পড়েছে হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা।প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও রোগীদের চিকিৎসা সেবা দেবার চেয়ে ভারপ্রাপ্ত ইউএইচ অ্যান্ড এফপিও বাসায় রোগী দেখা, গরু পালন এবং নদীর পারে ঘুরা ফেরা করেই বেশী সময় কাটান। চরম অনিয়ম ও অব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে ৩ লাখ কমলগঞ্জবাসী। জানা যায়, সম্প্রতি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গৌরমনি সিনহার পদোন্নতি হওয়ার সুযোগে আর এম ও ডা. এবিএম সাজেদুল কবির ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ৯ জন মেডিক্যাল অফিসারের স্থলে ৫ জন কর্মরত থাকলেও সময় মতো ডাক্তার অফিসে আসেন না । অনেক সময় ডাক্তারদের পরিবর্তে এস এ সি এম ও রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। এ ব্যাপারে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. গোলাম রাজ্জাক চৌধুরী বলেন, সকল বিষয়ে তিনি খোঁজ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

Source: http://amarhealth.com/health-politics/?p=614

Read 126619 times Last modified on শনিবার, 07 জুলাই 2012 04:27